চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা বিদ্যুতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সাহিত্য পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইন্তিয়ার হোসেন ইরন, শাহাবুদ্দিন আহম্মেদ, খন্দকার আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকন জোয়ার্দার, কায়েস আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিন্নাহ ফয়সাল ইকবাল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবদল নেতা বাপ্পী, পৌর ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক ওয়ালিদ হাসান, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিজন, জেলা ছাত্রদলের সদস্য খালিদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকর আলী, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, সদস্য নূর মোহাম্মদ বাপ্পী, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নস্কর সবুজ, সিয়াম, রাফিউর রহমান লিংঙ্কা, পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, দেলোয়ার, রাকিব, সুরজ আলীসহ যুবদলের স্বেচ্ছাসেবক দলের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎ ছিলো নম্র, ভদ্র সাংগঠনিক একজন ছাত্রনেতা। গত ২ ডিসেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মাদকাসক্ত কতিপয় সন্ত্রাসীরা বিদ্যুতের ওপর সশস্ত্র হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে প্রাণে বেঁচে গেলেও এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনকে চিহ্নিত মাদকাসক্ত কতিপয় সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। নতুবা চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More