স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার টেংরামারী গ্রামের রেললাইনের পাশ থেকে ওই ব্যক্তির (৪৫) (পুরুষ) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। হত্যার পর দুর্বত্তরা লাশ রেললাইনের পাশে ফেলে যায় বলে পুলিশের ধারণা। রোববার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে সিআইডি, পিবিআই, রেলওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ।
জানা যায়, রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর ইউনিয়ানের টেংরামারী গ্রামের কৃষকরা মাঠে কৃষি কাজ করতে যাচ্ছিলেন। এ সময় দুই লাইনের মাঝে চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের গায়ে সাদা রঙের সোয়েটার ও পরনে খয়েরি রঙের প্যান্ট ছিল। কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মজনুর রহমান বলেন, ‘চোখ বাঁধা অবস্থায় রেললইনের মাঝে পড়ে ছিলে লাশটি। অজ্ঞাত দুর্বৃত্তরা অন্য স্থানে হত্যার পর লাশটি রেললাইনের মাঝে ফেলে রাখে। ট্রেনে কেটে মৃত্যু নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকা-।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ