চুয়াডাঙ্গায় গাছ লাগিয়ে জমি দখলের অভিযোগ এনে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি এবার গাছ লাগিয়ে জমি দখলের অভিযোগ এনে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এক পৌরবাসী। গত ১৯ জানুয়ারি চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যাপক শেখ সেলিম এ লিখিত অভিযোগটি করেন। দীর্ঘ দেড় মাস পার হলেও দৃশ্যত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
পৌর নাগরিকের লিখিত অভিযোগ পেয়ে চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ গত ২৮ জানুয়ারি সরকারি তিন প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিতভাবে নোটিশ পাঠিয়েছেন। ওই তিনটি প্রতিষ্ঠান হলো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা। চিঠিতে বলা হয়েছে, আপনার প্রতিষ্ঠান কর্তৃক শহীদ রবিউল হক সড়ক (কলেজ রোড) ড্রেনের ওপর কাঁটা তারের বেড়া দিয়ে জনসাধারণের চলাচলের বিঘœ সৃষ্টি করছেন মর্মে অবগত হয়েছি। যাহা স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ এর পরিপন্থি। এমতাবস্থায় পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে ড্রেনের ওপর হতে কাটা তারের বেড়া অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, কাঁটা তারের বেড়া নয়, ফুটপাতের বেড়া সরাতে বলেছিলেন। আমরা ফুটপাতের বেড়া সড়িয়ে দিয়েছি। আর গাছগুলো বড় হয়ে গেলে বেড়া সরিয়ে দেয়া হবে।
এদিকে, চুয়াডাঙ্গা শহরের বড়বাজার রোড়, পুরাতন হাসপাতাল রোড, কলেজ রোড ও কোর্ট রোডসহ প্রত্যেকটি রোডে অবৈধ যানবাহনের সাথে পাল্লা দিয়ে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। ওই দোকানে নি¤œমানের খাবারের পাশাপাশি মানহীন খাবার বিক্রির কারণে মানুষ নানারোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে জেলার কারো কোন মাথা ব্যাথা নেই। অবিলম্বে পৌরসভার ট্রেড লাইসেন্স বাদে সকল দোকানপাট অপসারণ করতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More