স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড চত্বরে জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহীবুল আলম লালু, হুমায়ুন কবীর রিমু ও বিশিষ্ট ঠিকাদার ইসলাম উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মালেক, আনোয়ার হোসেন, হাসানুজ্জামান, নাজমুল আলম খান, হাসান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দীন, গালিব, লাইজু, রাশেদুজ্জামান বাকী, সেলিমুজ্জামান সেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান আলীসহ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল নির্বাহী সদস্যগণ। দোয়া ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. মিনারুল ইসলাম।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৫টায় পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন। পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাজা শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যান আলম ম-ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হক বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজি আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী, প্যানেল চেয়ারম্যান রবিউল আলম। আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বায়েজিদ হোসেন জোয়ার্দ্দার, ৯নং ওয়ার্ডের সেক্রেটারি শান্তি, ১নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি মিরাজুল, সেক্রেটারি শেখ, ৮নং ওয়ার্ডের সভাপতি আত্তাব আলী, পদ্মবিলা ইউনিয়নের প্রচার সম্পাদক ইদ্রিস আলী, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি জান্টুসহ এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ডিঙ্গেদহ দাখিল মাদরাসার শিক্ষক মাও আলী নুর বিশ্বাস।