স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ে পিকনিক থেকে ডেকে নিয়ে পাপ্পু (২০) নামে এক আর্জেন্টাইন সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ক্ষতস্থানে ১০টি সেলাই প্রদান করেন। গতকাল রোববার দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা শুরু হবার আগে এ ঘটনা ঘটে। আহত পাপ্পু একই এলাকার বিপ্লবের ছেলে। তিনি স্থানীয় লোকাল বাসের টিকিট কাউন্টারে কর্মরত। তবে এ হামলার কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
আহত পাপ্পুর বন্ধুরা জানান, আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা উপলক্ষে পাপ্পুসহ কয়েকজন আর্জেন্টাইন সমর্থকেরা পিকনিক করছিলেন। এসময় নামধারী কয়েকজন যুবক পাপ্পুকে ডেকে নিয়ে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আমরা পাপ্পুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।
আহত পাপ্পু বলেন, আমরা আর্জেন্টাইন সমর্থকরা পিকনিক করছিলাম। এসময় কয়েকজন নামধারী যুবক আমাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। কি কারণে আমার ওপর হামলা হলো আমি জানি না। বিচার চেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করবো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পাপ্পুর হাতে ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ক্ষতস্থানে ১০টি সেলাই প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেফাউল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমকে জিজ্ঞাসা করলে তিনিও ঘটনার কারণ স্পষ্ট জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।