স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ জুলাপাড়ার মাদকসেবী দুখু মিয়াকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাকে ৩ মাসের কারাদ- ও ১শ’ টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল পৌর এলাকার ভিমরুল্লাহ জুলাপাড়ায় অভিযান চালান। এসময় আটক করা হয় একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাদকসেবী দুখু মিয়াকে (৪৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদ- ও ১শ’ টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় শোকাবহ বধ্যভূমির পাশে ‘স’ মিল : দাবি উঠেছে উচ্ছেদের
এছাড়া, আরও পড়ুনঃ