মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা প্রধান সড়কে ট্রাক বোঝাই বিচুলিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের ১ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাই, বুধবার বেলা আড়াইটার দিকে ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৫৩) বোঝায় বিচুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ট্রাকটিকে থামায়। স্থানীয় লোকজন দূরত্ব স্যালোমেশিন ও বাড়িতে থাকা মোটর দিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের ওপর আগুন ট্রাকে আগুন লাগার ঘটনায় সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ও জ্যাম লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর স্থানীয়দের প্রচেষ্টায় রাস্তা ওপর থেকে বিচুলি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা আরও জানায়, পিটিআই মোড়স্থ রাস্তার ওপর থেকে বিদ্যুতের তার আকমলের বাড়িতে গেছে। ট্রাকটিতে ওভারলোডে বিচুলি থাকায় বৈদ্যুতিক তারে বেধে আগুনের সূত্রপাত ঘটে।
ট্রাকচালক সজল জানান, দিনাজপুর থেকে বিচুলি লোর্ড করে চুয়াডাঙ্গার উদ্দেশে যাওয়ার পথে বোয়ালমারী চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের ওপর বিদ্যুতের তারের সঙ্গে বেঁধে আগুনে লেগে যায়। ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে এবং বিচুলি সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.