স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগ করে ৫টি কুকুর হত্যার ঘটনায় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দ-াদেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া জানান, সম্প্রতি সদর উপজেলার বেলগাছি গ্রামের মাসুম আলীর বাড়ি থেকে একটি মুরগি ধরে মেরে খায় একটি কুকুর। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকেলে ভাতের সাথে দানাদার বিষ মিশিয়ে ৬টি কুকুরকে খেতে দেন তিনি। এসময় পর্যায়ক্রমে ৫টি কুকুর মারা যায়। অসুস্থ হয়ে পড়ে একটি কুকুর। ওই ঘটনায় পরদিন একটি লিখিত অভিযোগ দেন বন্যপ্রাণি সংরক্ষণে কাজ করা সংগঠন ‘পানকৌড়ি’র সভাপতি পরিবেশবিদ বখতিয়ার হামিদ বিপুল। ওই ঘটনার পর শাস্তির ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাসুম। অভিযোগের প্রেক্ষিতে আজ (গতকাল) দুপুরে ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের মাধ্যমে মাসুম আলীকে তলব করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাণিকল্যাণ আইন ২০২৯ এর ১৯/১১ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয়। ভবিষ্যতে এ ধরণের কর্মকা- থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সোবহান আলী।