চুয়াডাঙ্গার নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে মোকারম হোসেন

বাংলার মাটিতে আর কোন দিন স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ঠাঁই হবে না

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দোস্ত বাজার মাঠে গতকাল শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দল দর্শনা থানা শাখার আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দর্শনা থানা বিএনপির সদস্য সচিব বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী। কৃষক দল দর্শনা শাখার সদস্য সচিব আবু তিলুয়ার রহমান ও দর্শনা থানা শাখা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তারিকুল আলম বিলু, দর্শনা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ওসমান গণি, আব্দুল মুন্নাফ, হযরত আলী, লিটন, দামুড়হুদা থানা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, দর্শনা থানা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনদিন স্বৈরাচার সরকারের জায়গা হবে না। তাদের পাপের মাত্রা এত বেশি হয়ে গিয়েছিলো যে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দোসররা স্বদলবলে দেশ ছেড়ে পালিয়েছে। যা ইতিহাসে বিরল। এখনও দেশের ভেতরে ও বাইরে স্বৈরাচার সরকারের দোসররা এখনও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের সজাগ থাকতে হবে। এ দেশে স্বৈরাচার আওয়ামীলীগ যেন আর কোনদিন মাথা তুলে দাড়াতে না পারে। দলে যেন কোন ভাবেই অনুপ্রবেশ না ঘটে সে দিকটিও খেয়াল রাখতে হবে। স্বাধীনতা পরবর্তী বৃহত্তর বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন বিএনপির ঘাটি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে তার প্রমাণ দেবেন। বিএনপি সবসময় এদেশের কৃষকদের মঙ্গলে কাজ করেছে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করবে কৃষক দল। তাই জেলা বিএনপির হাতকে শক্তিশালী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। সে জন্য নিজেদের মধ্যে কোন মতভেদ সৃষ্টি করা যাবে না। সেই সাথে মনে রাখবেন দলের ভাবমুর্তি ক্ষুণœ হয় এমন কোন কাজের সাথে আপনারা জড়িত হবেন না। ব্যাক্তির অপরাধের দায়ভার দল নেবে না।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More