চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা গ্রেফতার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড়ে এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা (৫০) দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে এবং চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড়ের ভাড়াটিয়া।
মামলা স‚ত্রে জানাগেছে, ভুক্তভোগী ওই শারীরিক প্রতিবন্ধীর পরিবার ও মাসুদ রানার পরিবার দৌলতদিয়াড়স্থ একই বাড়িতে ভাড়া থাকে। গত ৭ মার্চ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওই শারীরিক প্রতিবন্ধীর (২৫) ঘরে ঢুকে তাকে জোরপ‚র্বক ধর্ষণ করে অভিযুক্ত মাসুদ রানা। এ ঘটনায় গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন ওই শারীরিক প্রতিবন্ধী মেয়ের পিতা।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর গতকাল সোমবার সকালেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত মাসুদ রানাকে। গতকালই তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।