চুয়াডাঙ্গার তিতুদহে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত আটক : দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাত সদস্যকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, গ্রীলকাটার ও প্লাস্টিকের রশি উদ্ধার করেছে। গত রোববার দিবাগত রাতে তিতুদহের গ্রীসনগর গ্রাম থেকে এসব ডাকাত সদস্যদের আটক করেছে পুলিশ। জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফর রহমানের নের্তৃত্বে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই এএম আনোয়ারুল ইসলাম সাঙ্গীয় ফোর্স নিয়ে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গ্রীরিসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকির সামনে। এ সময় উক্ত স্থান হতে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা কালে ৪ জন ডাকাতকে আটক করে। আটককৃত ৪ ডাকাত দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়ীয়া উত্তরপাড়ার মৃত মজিবর রহমান ওরফে মল্লিক শাহর ছেলে  শাহাবুদ্দিন ওরফে বদ্দি (৩৬) একই গ্রামের মসজিদ পাড়ার সিরাজ হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৫), শাহপাড়ার আব্দুর রশিদের ছেলে ইমদাদুল হাসান (২৩) ও ইউনিয়নের মদনা গ্রামের উত্তরপাড়ার কাওছার আলীর ছেলে আব্দুল আলীম (২২)। আটককৃতদের নিকট থেকে পুলিশ উদ্ধার করেছেন ১ ফুট ৭ ইঞ্চি লম্বা ১টি লোহার দা, ১ ফুট ৬ ইঞ্চি লম্বা ৩টি কাঠের বাট যুক্ত হাসুয়া, কালো বাট যুক্ত লোহার তৈরি গ্রীল কাটার ১ টি কাতারি, বাঁশের বাট যুক্ত লোহার হাতুড়ি ১টি, ১ টি প্লাস ও ১০ ফুট সাদা প্লাস্টিকের রশি। আটককৃত ৪ ডাকাতসহ কয়েকজনকে অজ্ঞাতনামা পলাতক আসামি করে দর্শনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গতকালই আটকৃতদের ডাকাতি মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More