স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া নওদাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা শামীম ভূইয়া। সাজাপ্রাপ্ত ফয়জুল ইসলাম (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া নওদাপাড়ার মৃত আজিবরের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলুকদিয়া নওদাপাড়ার ফয়জুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- ও একশ টাকা অর্থদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত ফয়জুলকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।