চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভার নবনির্বাচিত দুই মেয়রসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন (এনডিসি)।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনুসহ সংরক্ষিত নারী কাউন্সিলর তিনজন ও সাধারণ ওয়ার্ডের ৯ কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন (এনডিসি)। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনু, সংরক্ষিত নারী কাউন্সিলর শিপ্রা বিশ্বাস, রাবেয়া খাতুন, মনোয়ারা খাতুন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আলাল উদ্দীন, খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, সদর উদ্দীন ভোলা, আব্দুল গাফফার, ডালিম হোসেন, বাপ্পি, আশরাফুল হোসেন ও সাইফুল মুন্সী।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম রফিকসহ পৌরসভার ৩টি সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কাউন্সিলর ও সাধারণ ৯টি ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি তাদের শপথ পাঠ করান। আজ বৃহস্পতিবার নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
খুলনার বিভাগীয় কার্যালয়ে মেয়রসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি। মেয়র রফিকুল ইসলামসহ সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, পরিছন খাতুন, রিজিয়া খাতুন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আপিল মাহমুদ, শেখ জয়নাল আবেদীন, মো. খোকন মিয়া, সোয়েব আহাম্মদ অঞ্জন, জামাল হোসেন খোকন, আবুল কাশেম, ওয়াসিম রাজা, শহিদুল ইসলাম ও মতিয়ার রহমান শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত পৌর পরিষদ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের উপস্থিতিতে বিদায়ী মেয়র জাহাঙ্গীর আলমের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বলে পৌর সচিব জায়েদ হোসেন নিশ্চিত করেছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More