স্টাফ রিপোর্টার: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ভারতের দিল্লিতে অস্ত্রোপচার শেষে ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার বিকেলে দেশে ফেরেন তিনি। বর্তমানে তিনি ঢাকার বাসায় রয়েছেন। পরিপূর্ণ সুস্থ হলেই ফিরবেন চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা জানান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছেলুন জোয়ার্দ্দার এমপি শনিবার বিকেল পাঁচটার দিকে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় উঠেছেন। তিনি সুস্থ রয়েছেন তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এছাড়া সম্পুর্ণ সুস্থ হতে কয়েকদিন সময়ও লাগতে পারে। ফলে ঢাকাতেই কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি।
আলাউদ্দিন হেলা বলেন, এমপি ছেলুন জোয়ার্দ্দারের চুয়াডাঙ্গায় ফেরার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠলে চুয়াডাঙ্গায় ফেরার কথা রয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চিকিৎসার উদ্দেশ্যে গত ১৪ এপ্রিল ভারত গমন করেন। ওইদিন বেলা ৩টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এরপর গত ১৮ এপ্রিল সোমবার দিল্লির রাজেন্দ্রনগরের মাল্টিস্পেশালিটি হসপিটাল স্যার গঙ্গারাম হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। উল্লেখ্য, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ‘অ্যানিউরিজম’ নামক এক বিরল রোগে ভুগছিলেন।