গাংনী প্রতিনিধি: জামায়াতে ইসলামী বাংলাদেশ গাংনীর কাজিপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তৃতা দেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খাঁন। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খাঁন ইসলামী আন্দোলন করার কারণে যুগে যুগে বিভিন্ন নবী ও রাসুলের ওপর নির্যাতনের বর্ণনা করে তিনি বলে, বিগত সরকারের সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ওপর আওয়ামী সরকারের অন্যাভাবে নির্যাতন, ফাঁসী গুম, খুনসহ বিভিন্ন অত্যাচার ও অবিচার হয়েছে সীমাহীন। কাজিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং কাজিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও সমাজকল্যাণ সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা শুরা সদস্য ও মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাও. মফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.