গাংনী প্রতিনিধি: পুকুরের পানিতে ডুবে হামজা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজিপাড়ার দিনমজুর বিপ্লব হোসেনের ছেলে। গতকাল বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বিশ্বাসের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়িতে খেলা করছিলো শিশু হামজা। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশুটি। দীর্ঘ এক ঘণ্টা পর মৃত অবস্থায় পানির ওপরে ভেসে উঠলে তার মরদেহ নজরে আসে পরিবারের লোকজনের। এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।