স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও নিয়ম ভেঙে মোটরসাইকেল শোভাযাত্রা, বিশৃঙ্খলা করে শোডাউন করা ও যত্রতত্র নিবার্চনী অফিস স্থাপন করায় বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেঁতুলবাড়ীয়া, বামন্দী ও মটমুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিবার্চনী আচরণ বিধি ও নিয়ম ভেঙ্গে প্রচার প্রচারণা করায় মেহেরপুর জেলা প্রশাসনের নির্দেশক্রমে গাংনী উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম জরিমানা আদায় করেন। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনিয়ম করায় তেঁতুলবাড়ীয়া ইউপির স্বতন্ত্র প্রার্থীর নিকট থেকে ৩ হাজার টাকা, মটমুড়া ইউপিতে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের নিকট থেকে সর্বমোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গাংনী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালন করে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ