গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে কাভার্ডভ্যানে ফেনসিডিল বহনের সময় আবু হানিফ (৩৪) নামের এক জনকে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রামনগর বাজার থেকে স্থানীয় পুলিশ ক্যাম্প তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবু হানিফ ময়মনসিংহের পাগলা থানার নিগয়ারী গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফ।
ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জহির জানান, কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভবানীপুর পুলিশ ক্যাম্পের পাশর্^বর্তী গ্রাম রামনগরে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় ওই গাড়ী থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আবু হানিফকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আবু হানিফের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১৫০ বোতল ফেনসিডিলসহ আবু হানিফ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ড ১৪-৪২২৫) জব্দ করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার রামনগর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু হানিফ ময়মনসিংহের পাগলা থানার নিগয়ারী গ্রামের আবু তাহেরের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির এবং এএসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রামনগর বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ আবু হানিফকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।