গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন গাড়াবাড়ীয়া গ্রামের ইসলাম হোসেনের ছেলে। সে মেহেরপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী থেকে ইমন হোসেন এক বন্ধুর মোটরসাইকেল চেপে বাড়িতে ফিরছিলেন। গাংনী-কাথুলী সড়ক থেকে গ্রামে সড়কে মোড় নিতে গেলে পিছন থেকে দ্রুত গতির আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে রক্তাত্ব জখম হয় ইমন হোসেন। তার মাথা থেতলে রক্তপাত হতে শুরু করে। স্থানীয়রা তাকে ধরাধরি করে এ্যম্বুলেন্স ডেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মিরপুর নামক স্থানে ইমনের মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়িতে ফিরিয়ে নেয় স্বজনরা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করতে না চাওয়ায় লাশটি তাদের পারিবারিক ভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ