গাংনী প্রতিনিধি: চলন্ত থ্রি-হুইলার (অটো) উল্টে তার নীচে চাপা পড়ে ইব্রাহিম জোয়ার্দ্দার (৫০) নামের এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন ইব্রাহিমের ছেলে অটোচালক ইসরাফিল হোসেন (২২)। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে গাংনীর আড়পাড়া-কড়–ইগাছি রাস্তায় এ ঘটনাটি ঘটে। ইব্রাহিম জোয়ার্দ্দার মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ইসমাইল জোয়ার্দ্দারের ছেলে।
আহত ইসরাফিল হোসেন জানান, তিনি ও তার বাবা ইব্রাহিম জোয়ার্দ্দার অটোতে চড়ে মুরগী কেনার জন্য কড়–ইগাছির দিকে যাবার পথে ইজিবাইক উল্টে যায়। এসময় দুজনই অটোর নীচে চাপা পড়ে। পথচারীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবা ইব্রাহিম জোয়ার্দ্দারের মৃত্যু হয়। আহত ছেলে ইসরাফিলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।