কেউ অন্যায় পথে হাঁটলে তাকে প্রশ্রয় দেয়া হবে না

আলমডাঙ্গার কালিদাসপুরে বিএনপির ইফতার মাহফিলে শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের চাতাল মোড়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে শরীফ বলেন, ‘দেশের সংকটময় পরিস্থিতিতে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা চাই, ত্যাগ ও মানবিকতার আদর্শে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে।’ তিনি বিএনপির নেতা-কর্মীদের ঐক্য বজায় রেখে দল ও সমাজের স্বার্থে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির নেতা-কর্মীদের শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের পর থেকে ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো। প্রতিটি পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে আমরা জনগণের কাছে পৌঁছাবো, তাদের কথা শুনবো এবং তাদের জন্য কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের নেতা-কর্মীদের নম্রতা ও একতা বজায় রাখতে হবে। বিগত ১৬ বছর ধরে আমরা দমন-পীড়নের শিকার হয়েছি, এখন আমাদের ভাবমূর্তি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা যদি ফ্যাসিবাদী শাসকদের মতো আচরণ করি, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বাধাগ্রস্ত হবে।’ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো, যাতে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা যায়। কেউ অন্যায় পথে হাঁটলে তাকে প্রশ্রয় দেয়া হবে না। আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই। জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হলে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে।’ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিলো। রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে তাকে বন্দি করে রাখা হয়েছিল। এখন স্বৈরাচারের পতনের পর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়েছে। তিনি সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা তার সুস্থতা কামনা করি।’ এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করেন। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা এমদাদুল হক ডাবু, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ মোমিনুর রহমান মোমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদ ইমরান হোসেন, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্য সাইফুল আলম কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সদস্য সচিব রাজু আহমেদ, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মিলন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব রাসেল আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ। অনুষ্ঠানে নেতৃবৃন্দসহ উপস্থিত জনসাধারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More