কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া-ঠাকুরপুর সড়কে কার্পাসডাঙ্গার পরিচিত মুখ ব্যবসায়ী মো. কালাম খাবলী ( ৫৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কালাম খাবলী নিজ মোটরসাইকেলযোগে ব্যবসায়ী কাজ সেরে কার্পাসডাঙ্গার দিকে রওনা হন। এসময় বিপরীত দিক থেকে একটি করিমন চাকুলিয়া গ্রামে যাচ্ছিলো। এসময় করিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কায় কালাম খাবলী রাস্তার ওপর পড়ে যান। রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাস্তার পাশে রাখে। পরে স্থানীয়রা কালাম খাবলীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কালাম খাবলীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাইক্রোযোগে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতলে নিয়ে যাবার পর ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওয়ার্ডে নিয়ে যাবার পরেই তিনি সাড়ে ৯ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান পরিবারের লোকজন। প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যুর কারণ বলে জানান পরিবারের লোকজন। ২ সন্তানের জনক কালাম খাবলী কার্পাসডাঙ্গার খাবলী পাড়ার মৃত আলী খাবলীর ছেলে। তিনি বিলে মাছের ব্যবসা ছাড়া বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। কালাম খাবলী ২০১১ ও ২০১৬ সালে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। আজ মৃত ব্যক্তির জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদায় করোনাজয়ী ৮ নারী-পুরুষকে ফুলেল শুভেচ্ছাসহ করোনামুক্ত ঘোষণা করে ছাড়পত্র প্রদান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ