কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে স্বপন (২২) নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। এসময় স্থানীয়দের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের এসআইসহ চার পুলিশ আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশের কনস্টেবল জামিরুল ইসলাম নামের একজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ ৫জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিপ্রাপ্ত যুবক স্বপন ভেড়ামারা উপজেলার ফারাকপুর এলাকার মৃত সামসুল হকের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় দীর্ঘ দিন ধরেই আমলা ইউনিয়নের কচুবাড়িয়া এলাকার মাঠের কৃষকদের বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) চুরি হয়ে আসছিলো। বুধবার ৪-৫জন মোটর চুরি করতে গেলে গ্রামবাসি তাদের ধাওয়া দিয়ে তাদের মধ্য থেকে স্বপনকে আটক করে স্থানীয়রা। চোর ধরা পড়েছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় পুলিশের এসআই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান কনেস্টবল জামিরুল ইসলাম, সাইফুল ইসলাম আহত হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসমহ ৫জনকে আটক করেছে । মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ পুলিশ কনেস্টবল জামিরুল ইসলাম মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ