কালীগঞ্জে রাতে মামলার ভয় দেখিয়ে টাকা দাবি : ভোরে মিললো মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি: ‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লাখ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে’-এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হবার পর ভোরে গ্রামের ড্রেনে পাওয়া গেছে সেই ব্যক্তির মরদেহ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৫০)। তিনি স্থানীয় সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। গত ১৬ মার্চ তার মরদেহ পাওয়া যায়। তবে মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরিবারের সদস্যরা জানান, মরদেহ উদ্ধারের পর ১৭ মার্চ কালীগঞ্জ থানায় তারা অভিযোগ দিলেও পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশ বলছে, অভিযোগটি দেয়ার পরই আবার ফেরত নিয়ে গেছে। আর চাঁদার বিষয়ে পুলিশের ভাষ্য, একটি প্রতারক চক্র ঈদ সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানি করছে। নিহত আমিনুলের মেয়ে আফরোজা খাতুন তার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলে-আমি থানার পুলিশ বলছি। আপনার নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাকে গালাগাল, হুমকিসহ বাড়ি থেকে তুলে নেয়ার হুমকি দেয়। আফরোজা জানান, বিষয়টি পরিবারকে জানিয়ে তার পিতা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর ফিরে আসেনি তিনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্য থেকে মৃতদেহ পাওয়া যায়। পরিবার ও গ্রামবাসীর ধারণা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More