করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় আরো চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এসব তথ্য জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপ আগের তুলনায় কিছুটা কমেছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৩১ ভাগ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬০ জন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ