কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে
জীবননগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি আলী আজগার টগর
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, হাসপাতালের অনেক সমস্যা রয়েছে। শুরুতে অনেক সমস্যা ছিলো। সেই সকল সমস্যা এখন আর না থাকলেও নতুন-নতুন আরও সমস্যা যোগ হয়েছে। আগে অ্যাম্বুলেন্সের তেল কিংবা টায়ার কেনার টাকা থাকতো না। আমাকে অনেকবার এর জন্য টাকা দিতে হয়েছে। এখন আর প্রয়োজন হয় না। মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। এরপর ইউক্রেনের যুদ্ধ ও ডেঙ্গুর প্রার্দুভাব আমাদেরকে আরও পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, হাসপাতালের লোকবল বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন। তিনি পৌর মেয়রকে অবিলম্বে হাসপাতালে প্রবেশমুখের রাস্তাটি সংস্কার করে দেয়ার অনুরোধ করেন। এছাড়াও হাসপাতালের দেখভাল করার জন্য তিনি ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। যে কমিটির প্রধান করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজাকে। হাজি আলী আজগার টগর এমপি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে গেছেন। এর কারণে তিনি পুরস্কারও পেয়েছেন। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধির জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার সিমু ও ওসি এসএম জাবীদ হাসান। এছাড়াও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, ওয়েভ ফাউন্ডেশনের আব্দুল আলিম সজল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।