আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী ভাই-বোনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক সময়ের মাদক সম্রাজ্ঞী মিনির ছেলে ও মেয়েকে গাঁজাসহ গ্রেফতার করেছে। জানা েেগছে, এক সময় আলমডাঙ্গা রেল স্টেশনে সব ধরনের মাদক বিক্রয় হতো। এক মাদক ব্যবসায়ী ক্রস ফায়ারে নিহত হয়। এরপর থেকে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় বেশ কয়েক বছর মাদক ব্যবসা বন্ধ ছিল। ২৪ সালের জুলাই আস্টের পর আবারও স্টেশন এলাকার পুরাতন মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরু করে। মাদক ব্যবসায়ীরা দিনে রাতে বিভিন্ন কৌশলে মাদক বিক্রয় করছে। ২১ ফেব্রুয়ারি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সম্রাজ্ঞী মিনির মেয়ে নয়ন তারা ও ছেলে মিনাজ আলীকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ১৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ছবি: নয়ন তারা ও মিনাজ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.