আলমডাঙ্গা ব্যুরো: স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানের ২য় দিনে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ শহরের ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়া উদ্দিন আহম্মেদ সাঈদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলো চিহ্নিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার ২৮ মে সকালে অভিযান চালিয়ে হারদী এলাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। গতকাল ২৯ মে রোববার আলমডাঙ্গা শহরের অভিযান চালিয়ে পদ্মা ক্লিনিকে লাইন্সেস না থাকায় ৫ হাজার টাকা জরিমানাসহ ৭ দিনের ভেতরে ক্লিনিক বন্ধ করার জন্য সময় বেধে দেয়া হয়েছে। এছাড়াও লাইন্সেস না থাকায় আনন্দধাম সড়কে কমান্ডার জামাল উদ্দিন ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার টাকা এবং এরশাদপুর চাতাল মোড়ের মেডিকো ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার ১ম দিনের অভিযানে হারদী এলাকায় সততা ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হুদা ডায়াগনস্টিক সেন্টার এ ৫ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজনিন সুলতানা কনা, সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, আলমডাঙ্গা থানার এসআই খসরু আলমসহ সঙ্গীয় ফোর্স পুলিশ।