আলমডাঙ্গায় মোবাইলে গেম খেলা নিয়ে ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব : অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জোড়গাছায় লিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজির উদ্দিন দৈনিক মাথাভাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। লিজা খাতুন আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের উত্তরপাড়ার লিটন আলীর মেয়ে। সে ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলো।
পুলিশ জানায়, মোবাইলে গেমস খেলা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে লিজার দ্বন্দ্ব হয়। এতে দুই ভাই-বোনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল রাত ১১টার দিকে সকলের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানে ওড়না বেধে গলায় ফাঁস দেয় লিজা খাতুন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য শাহ জামাল দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মাস দুয়েক আগে লিজা খাতুনের মাকে ডিভোর্স দেন তার বাবা। এরপর থেকেই দুই ভাই বোন দাদির কাছে থাকে। ধারণা করা হচ্ছে এই কারণেই মেয়েটা আত্মহত্যা করেছে। তবে প্রকৃত ঘটনা পুলিশের তদন্তের পর জানা যাবে।
ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজির উদ্দিন বলেন, ছোটভাইয়ের সঙ্গে মোবাইলে গেম খেলা নিয়ে গ-গোল হয়েছিলো লিজার। অভিমানেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, লিজা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আগামীকাল (আজ) সকালে উর্ধ্বতন কর্মকর্তা ও নিহতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।