স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫২ বোতল ফেনসিডিল। পরে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে বিকেল সাড়ে ৫টার দিকে রোয়াকুলি পূর্বপাড়ার মালেক আলী ওরফে মালোক মেম্বারের ছেলে মাহাবুব হোসাইনকে (৩৫) নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫২ বোতল ফেনসিডিল। পরে গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।