আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৩ হোটেল ও দোকান মালিককে জরিমানা করেছে। সোমবার দুপুর ১টায় আলমডাঙ্গার পৌর শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৩ হোটেল ও দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গার পৌর হাউসপুর ও লালব্রিজ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় লালব্রিজের নিকট মেসার্স ফাইভ স্টার বাবু হোটেলে মেয়াদোত্তীর্ণ খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, মেসার্স সুরেশ স্টোরকে ১০ হাজার টাকা ও মেসার্স রেজা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স।