আলমডাঙ্গায় ট্রাক বসতবাড়িতে : পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ট্রাক চালক নিহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলিতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও মারা গেছেন ট্রাক চালক সোহেল (৩৫)। এ সময় ট্রাকে থাকা অপর দুজন ব্যক্তি আহত অবস্থায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী দৈনিক মাথাভাঙ্গাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি খালি ট্রাক রোয়াকুলি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও বাথরুম ক্ষতিগ্রস্থ হলেও পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা ট্রাকের মধ্যে থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জেনেছি। এছাড়া ট্রাকে থাকা দু’জন আহত অবস্থায় পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহিত দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি ট্রাক চালক ছিলেন বলে জানিয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা আক্তার হিরা দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More