আলমডাঙ্গা ব্যুরো: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০২১-২২ অর্থ বছরের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের (বীর নিবাস) লটারি অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে ৯ জন বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মাণের জন্য ঠিকাদার নির্ধারণের জন্য দরপত্র আহ্বান করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ৮১ জন ঠিকাদারের দরপত্রের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে চুয়াডাঙ্গার ঠিকাদার প্রতিষ্ঠান রানী ট্রেডার্স বিজয়ী হয়। বীর নিবাস নির্মাণ লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থপানায় উপস্থিত ছিলেন ঠিকাদার ব্যবসায়ী আজিবার রহমান, আলাউদ্দিন, আ.স.ম সালাহ উদ্দিন, সফিকুল ইসলাম, মশিউর রহমান, ছমির উদ্দিন, তাইজাল হক, হাজি মো. সোহরাব হোসেন, আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গায় ৯টি বীর নিবাস পাচ্ছেন তিয়রবিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মওলা বকস, রুইথনপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাংবাড়িয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের পক্ষে রোজিনা পারভীন ময়না, আসমানখালী গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসানের পক্ষে সাহিদা হাসান, ঘোরদাড়ি বাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঘোষবিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, পুরাতন পাঁচলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, খাসকররা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, ফরিদপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পক্ষে আবুল কাশেম। প্রায় ১ কোটি ২০ লাখ ৯২ হাজার ৫শ ৬২ টাকা ব্যয়ে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের (বীর নিবাস) ৯ জন মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মাণ করতে খরচ হবে প্রায় ১৩ লাখ ৪৩ হাজার টাকা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ