আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় জামায়াতে বই মেলা উদ্বোধনকালে রুহুল আমিন
আমরা তৃণমূলের মানুষের কাছে বই পৌঁছিয়ে দিতে চাই
ভ্রাম্যমাণ/হাটবোয়ালিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় জামায়াতে ইসলামীর বই মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ পর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে দুইদিন ব্যাপী ইসলামী বইমেলা ও সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা জিএ থানা (গাংনী-আসমানখালী) শাখা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। তিনি বলেন, বইয়ের যে একটা আলাদা ঘ্রাণ আছে, এর যে একটা আলাদা আকর্ষণ আছে সেটাকে মানুষের কাছে আবার ফিরিয়ে দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ। পর্যায়ক্রমে আমরা তৃণমূলের মানুষের কাছে বই পৌঁছিয়ে দিতে চাই, মানুষের মুল্যবোধকে ফিরিয়ে দিতে চাই।
জি এ সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য আবুল কাশেম, নুর মোহাম্মদ হুসাইন টিপু, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম ইবরাহীম, জি এ সাংগঠনিক থানা নায়েবে আমির মাওলানা মনিরুদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা হুমায়ুন কবির, ভাংবাড়ীয়া ইউনিয়ন আমির ডা. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ, মাওলানা মইন উদ্দিন, আবুল বাশার, নাসির উদ্দিন। সার্বিক পরিচালনায় ছিলেন জি এ সাংগঠনিক থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল। মেলায় ইসলামী বইয়ের পাশাপাশি আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ আলোচিত বই ‘আমি মেজর ডালিম বলছি’ ও মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু লিখিত ‘আমার ফাঁসি চাই’ বই দুটি ব্যাপকহারে বিক্রি হচ্ছে। মেলা চলবে আজ শনিবার রাত ৯টা পর্যন্ত।
এদিকে, চুয়াডাঙ্গা জামায়াতের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলে জামায়াতের জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীদের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, আপনি ইসলামী আন্দোলনের নেতা, আপনার সন্তান আপনার দল না করে অন্য দল করে তাহলে জানতে হবে পরিবারিক বৈঠক, সোনার বাংলা ও সংগ্রাম পড়ানোর ক্ষেত্রে আপনার ঘাটতি আছে। উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, ছাত্র-শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার বার্ষিক রিপোর্টের ওপর কেন্দ্রের মন্তব্য ও পরামর্শ পেশ করেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান ও অর্থ বিভাগের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়াও অন্যান্য বিভাগীয় প্রধানরা তাদের বিভাগের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন।
অপরদিকে, দামুড়হুদা জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের সহযোগী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জুড়ানপুর বটতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির শামীমুল হক ঝন্টু। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাশেদুল ইসলাম সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, যুব-বিভাগের সভাপতি রাফেলসহ, আব্দুর রাজ্জাক, আজানুর রহমান, লিটন শেখ, লোকমান, ইয়াসিন মিরাজুল ও শাহাদত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ১নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রহমান সাদ্দাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.