হাটবোলিয়া প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা’র ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘদিন পর গতকাল ১৯ জানুয়ারি মেজর বজলুল হুদার পরিবার ও এলাকাবাসী মেজর হুদার ৭৬তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদাাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ হাসান সালিম। স্বদেশের টানে জীবনের মায়া তুচ্ছ করে ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের দুর্গম সীমান্ত অতিক্রম করে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন মেজর বজলুল হুদা। ২নং সেক্টর ‘কে’ ফোর্সের অধীনে অসম সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনাকারী সামরিক কর্মকর্তা হিসেবে অবিস্মরণীয় ভুমিকা পালন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল ওসমানীর পিএস ছিলেন। ৭৫’র সফল বিপ্লবের পর সুযোগ্য ডিপ্লোম্যাট, জাতীয় সংসদ সদস্য, ঐতিহাসিক আগস্ট বিপ্লবের মহান নায়ক, ফ্রীডম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন। এই বিপ্লবী জননেতা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ৭৬তম জন্মবার্ষিকীতে তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানিয়েছে এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট
মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে কাল থাকছে বিশেষ প্রতিবেদন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.