আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভোগাইল বগাদী গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী সাইফুল ইসলামকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। গতকাল বুধবার আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নরে ভোগাইল বগাদী গ্রামের গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪৭) চিহ্নিত মাদকব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা মাদকদ্রব্য বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ উঠে সকাল থেকে গভীর রাত অবধি উঠতি বয়সী ও যুবকরা তার বাড়িতে ভিড় করে। তাকে প্রমাণসহ আটক করতে পুলিশ মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে গতকাল বিকেলে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বাবর সঙ্গীয় অফিসার ফোর্সসহ ওই সফল অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.