আলমডাঙ্গার বড়বোয়ালিয়ায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতিসভা

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার বড়বোয়ালিয়ায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গার বড়বোয়ালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম উদ্যোক্তা আয়োজক কমিটির সভাপতি জনি আহম্মেদের নেতৃত্বে বড়বোয়ালিয়া যুবসমাজের উদ্যোগে, ঈদগাহ কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রবিউল ইসলাম, বড়বোয়ালিয়া পুরাতন জামে মসজিদ সভাপতি জমিরউদ্দিন, ব্যাংক কর্মকর্তা জাহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, বুলবুল আহম্মেদ, যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আহম্মেদ, রনি আহমেদ, নাহিদ ইসলাম, স্বপন আলী, শাহাজামাল হোসেন, অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাসুদ করিম। মাহফিলে গত দুই বছর ধরে আর্থিক সহযোগিতা করে আসছেন প্রবাসী জনি আহম্মেদ। সার্বিক সহযোগিতায় বড়বোয়ালিয়া যুবসমাজ ও গ্রামবাসী। মাহফিলটি আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ২দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে প্রথম দিনের প্রধান বক্তা থাকবনে এরশাদ আলী নোমানী, চুয়াডাঙ্গা। দ্বিতীয় দিনে প্রধান বক্তা থাকবেন আলমগীর হোসেন বিল্পবী নিলফামারী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More