আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বক্সীপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে দুই সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। শুিক্রবার (৩০ এপ্রিল) সকালে বাড়ির বিদ্যুত সংযোগের তার ফল্ট হয়ে সমস্ত ঘর বিদ্যুতায়িত হয়ে যায়।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বক্সীপুর গ্রামের তাইজেল আলীর স্ত্রী আনেসা বেগম(৪৩) পারিবারি কাজ নিয়ে প্রতিদিনের মত ব্যস্থ ছিল। সকালে বাড়ির বিদ্যুৎ লাইন ফল্ট হয়ে সমস্তঘর বিদ্যুতাযিত হয়ে যায়। সে সময় অসাবধানতাবশত গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।