ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সারোয়ারের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চিৎলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সেলিম রেজা, মিকাইল হোসেন, নাঈম হোসেন, মাসুম বিল্লাহ, সাগর হোসেন, রাশেদ আলী, আবু সাহেব সাগর, আল আমিন, সাবিদ বাপ্পি বাঁধন ও রাজ্জাক রাজ প্রমুখ। এ সময় আন্দোলনের ছাত্রনেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান সারোয়ারের অপসারণের দাবি জানাচ্ছি। আমরা এই ভোট চোর চেয়ারম্যান আর চিৎলা ইউনিয়ন পরিষদে দেখতে চাইনা। তাই আমরা ছাত্রজনতা এই ভোট চোর চেয়ারম্যানের অপসারনের দাবি করছি। তিনারা আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.