স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আসমানখালী জামায়াতের ইফতার মাহফিলে মাসুদ পারভেজ রাসেল বলেছেন, সমাজে ইনসাফ কায়েম করতে পারলে সমস্ত ক্ষেত্রে অশান্তি দূর হবে। রাসুলের আদর্শ অনুযায়ী জীবনের সমস্ত কিছু বাস্তবায়ন করলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায় ও ইনসাফের কোন বিকল্প নেই। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গাংনী ইউনিয়ন আমির হাজি আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সম্পাদক নুর মোহাম্মদ হুসাইন টিপু, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা আমির আব্বাস উদ্দীন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক শাখার নায়েবে আমির মনির উদ্দিন ও সেক্রেটারি কামরুল হাসান সোহেল।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.