জীবননগরের পাঁকায় সংযোগ সড়ক উদ্বোধনকালে এমপি টগর
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর আনুষ্ঠানিকভাবে এ সড়কটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা হয় ইনশাআল্লাহ। যে মসজিদে নামাজ পড়ে আসলাম, ওই মসজিদটি উন্নয়ন করতে হবে। এটা আমার মনের মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে। পাঁকা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ময়েজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরে পরিণত করা হবে। পাঁকা গ্রামকে পাকাকরণ করা হয়েছে। এ দেশকে স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। আমরা যা প্রতিশ্রুতি দিই তা বাস্তবায়ন করি। আমি ২০০৮ সালে নির্বাচন করতে এসে দেখেছি গ্রামে গঞ্জে কয়টি পাকা রাস্তা ছিলো? খুটি ছিলো, বিদ্যুৎ ছিলো না। আজ বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মড়েল। সে দিন বিএনপি-জামায়াত বলেছিল নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। মসজিদ ও মাদরাসা এ দেশে আর থাকবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, গোরস্তান, রাস্তা, পদ্মা সেতু, মোট্রোরেল, স্যাটালাইট সহ দেশের বিভিন্ন সেক্টরে অভূত উন্নয়ন করেছে। যারা সে দিন একথা বলেছিল তারা ধর্ম বিক্রি করে খেয়েছে। আমার কাছে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এসে কেউ খালি হাতে ফিরে যায়নি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, হাফিজুর রহমান হাফিজ, কাজি আহসান হায়দার, যুবলীগনেতা শামসুজোহাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রকৌশলী, ঠিকাদার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ববধায়নে সড়কটির চেইনেজ ০০ মি: থেকে ৯৪০ মিটার পর্যন্ত। যার প্রকল্পিত মূল্য ধরা হয়েছে ৮৯ লাখ আটাত্তর হাজার ৮৯৫ টাকা। চুক্তি মূল্য ৮৫ লাখ উনত্রিশ হাজার ৯৫০ টাকা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সড়কটির নাম ফলক উন্মোচন করেন। দোয়া পরিচালনা করেন পাঁকা গ্রামের প্রবীন ব্যক্তিত্ব সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী। অনুষ্ঠানে পাঁকা গ্রামের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ করার দাবি জানানো হয়। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ময়েজ বিশ্বাস ও প্রধান শিক্ষক ইব্রাহিম আলী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউপি সদস্য নজরুল ইসলাম মাস্টার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.