স্টাফ রিপোর্টার: আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আর ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভবনা রয়েছে। আজ বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালাকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষনেরও সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেতুলিয়ায় ৩৩ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ও সর্বনি¤œ তেতুলিয়ায় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ও সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুধবার রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। মরসুমি বায়ুর অক্ষের বার্ধিতাংশ রাজস্থান উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ৫ দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে।
পূর্ববর্তী পোস্ট
চুরির চেষ্টাকালে গৃহকর্তার ধাওয়ায় পরনের লুঙ্গি ফেলে চোরের পলায়ন
এছাড়া, আরও পড়ুনঃ