আগামী মাস থেকে দেশের কোনো ব্যাংকে আর ডলার সঙ্কট থাকবে না
মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখা উদ্বোধনকালে সালমান এফ রহমান
মুজিবনগর প্রতিনিধি: আগামী মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সঙ্কট থাকবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রমজান মাসের জন্য প্রয়োজনীয় দ্রব্যও আমদানি করা হবে। তাতে কোনো সমস্যা হবে না। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। টিসিবি ও বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে বিভিন্নভাবে সহায়তার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে সহায়তা পাবেন দেশের সাড়ে ৫ কোটি মানুষ। ফলে রমাজানে কোনো দুর্ভোগ থাকবে না বলে তিনি দাবি করেন। একই অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর কৃষি প্রধান এলাকা। চারটি ফসল উৎপাদন হয় এ জেলায়। তাই জেলায় ফুড প্রসেসিং কেন্দ্র এখানে গড়ে তোলা হবে। যার মাধ্যমে জেলার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করা হবে। তিনি আরো বলেন, আইএফআইসি ব্যাংক সারাদেশে শাখা-উপশাখা প্রতিষ্ঠা করে যেভাবে গণমানুষের মাঝে ছড়িয়ে পড়ছে তা সত্যিই প্রশংসনীয়। ১০০০ উপশাখার যে মাইলফলক আজ সূচিত হলো তা দেশ ও মানুষের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ মাত্রা যোগ করবে বলেই আমার বিশ্বাস। পরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখার উদ্বোধন করেন। গতকাল সকালে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখার উদ্বোধনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মেহেরপুরের মুজিবনগরে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখার উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত ১০০০ উপশাখার মাইলফলক উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব/ভারপ্রাপ্ত) সৈয়দ মনসুর মোস্তফা, জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খান, জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে সকল শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় গণমানুষবান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যাংকিং পণ্য এবং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা দেশব্যাপী শাখা-উপশাখা নিয়ে ছড়িয়ে পড়ছি। বাংলাদেশের সূচনা হয়েছিলো যে মাটিতে, সেই মুজিবনগরে হাজারতম উপশাখা উদ্বোধনের মাধ্যমে রচিত হলো আইএফআইসি ব্যাংকের ১০০০ উপশাখার মাইলফলক। সারাদেশে আরো শাখা-উপশাখা খোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি আমরা। অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করার চূড়ান্ত লক্ষ্য সামনে রেখে এই চলমান ধারা অব্যাহত থাকবে। আর এভাবেই গণমানুষের ব্যাংক হিসেবে আইএফআইসি অতি শিগগিরই বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্কে পরিণত হবে।