গাংনী প্রতিনিধি: সরকারি সনদ ছাড়াই যত্রযত্র ভাবে সিলিন্ডারে গ্যাস বিক্রি হচ্ছে। অবৈধ এ ব্যবসা বন্ধের লক্ষ্যে মেহেরপুর জেলায় অভিযান শুরু হয়েছে। অবৈধ ব্যবসার অপরাধে গতকাল মঙ্গলবার গাংনী উপজেলার তেরাইল বাজারের পরশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান গতকাল মঙ্গলবার দুপুরে এ জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে এ জরিমানা আদায় এবং দ্রুত সময়ের মধ্যে সনদ গ্রহণ সাপেক্ষে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযানে জোড়পুকুর ও তেরাইল বাজার এলাকার ওষুধ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানের কেনাবেচা ও পণ্যের মান পর্যবেক্ষণ করা হয়। সেইসাথে কয়েকজন দোকানীকে সতর্ক করা হয়। অভিযানে তেরাইল বাজারের পরশ এন্টারপ্রাইজে পাওয়া যায় সিলিন্ডার ভর্তি গ্যাস। একদিকে গ্যাস বিক্রির লাইসেন্স ছিলো না অন্যদিকে গ্যাস সিলিন্ডার রাখার দোকানটি বেশ অনিরাপদ। এ কারণে দোকান মালিক জাহাঙ্গীর আলম বাদশাকে জরিমানা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের একটি টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান ‘ক্যাব’ এর প্রতিনিধিবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.