অতিরিক্ত সচিব হলেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান শফিকুর রেজা বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের কৃতিসন্তান শফিকুর রেজা বিশ্বাস পদোন্নতি পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে উন্নীত হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রানলয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। শফিকুর রেজা বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার ওসামানপুর গ্রামের নতুনপাড়ার মো. হারেজ উদ্দিন বিশ্বাস ও মৃত হাফিজা নূর বেগমের ২য় পুত্র। তিনি ১৯৮০ সালে ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮২ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৩তম বিসিএস’র মাধ্যমে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন। সিভিল সার্ভিসের বিভিন্ন পদে চাকরি করলেও ২০১৩ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত বগুড়া জেলার জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িক্ত পালন করেন। এরপর পদোন্নতি পেয়ে যোগদান করেন বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আদেশে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। পদোন্নতিতে দৈনিক মাথাভাঙ্গা পরিবার শফিকুর রেজা বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন।