কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে জমিদার(৫৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাগেছে, রোববার দিনগত রাত ১ টার দিকে নাটুদাহ ইউনিয়নের গোচিয়ার পাড়ার নিজ বাসভবণে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ১মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রীহি রেখে গেছেন। আবু বক্কর গোচিয়ার পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। সোমবার সকাল ৯ টার সময় গোচিয়ারপাড়া কবরস্থানে মুসুল্লিদের উপস্থিতিতে জানাযা শেষে মৃতব্যক্তির দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারন সম্পাদক রেজাউল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সহসভাপতি করিম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, আব্দুল্লাহ, মহাসিন আলি, ইয়াসনবি তরফদার, আনোয়ার হোসেন, কলিম উদ্দিন মেম্বর, অবঃ সার্জেন্ট আবু সাঈদ, ফয়সাল আহম্মেদ , আব্দুল মালেক, আব্দুল কুদ্দুস মেম্বর, মনিরুল মেম্বর, আত্তাব আলী মেম্বর,
ক্বারী মোঃ ময়জুদ্দিন, শিক্ষক শহিদুল হক, মন্টু, লিমন, মুফতি বনি ইয়ামিন, রতন বিশ্বাস, ছাত্রলীগ নেতা লিমন খান প্রমুখ। উল্লেখ্য আবু বক্কর নাটুদাহ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন।