গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা মাইক্রোবাস চালক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে শহিদুল ইসলাম সভাপতি ও হাসানুর জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্যদের মতামতের ভিত্তিতে গতকাল বুধবার সমিতির কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সদস্যরা শপথ গ্রহণ করেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্য পদের মধ্যে কাযকরী সভাপতি রনি আহম্মেদ, যুগ্ম সম্পাদক জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক শামীম রেজা, লাইন সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুমন পারভেজ।
গাংনী মাইক্রেবাস চালক সমিতিসূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে সাধারণ সদস্যদের ব্যালট ভোট ব্যতিরেকে সর্বসম্মতিক্রমে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়। এতে উপরোক্ত সদস্যরাই মনোনয়নপত্র দাখিল করেন। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গাংনী বাজার কমিটি সভাপতি মাহবুবুর রহমান স্বপন। কমিশনের সদস্য ছিলেন বিদায়ী সভাপতি জমির উদ্দীন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদকে স্বাগত জানিয়ে আগামি তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালনে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন বিদায়ী নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ।