কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দামুড়হুদা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শাখার উদ্যোগে করোনা ভাইরাসের ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গায় পরিষদের সাধারন সম্পাদক মিঃ জেমস নিমু মন্ডলের বাস ভাবনে পরিষদের সভাপতি শ্রী উত্তম রঞ্জন দেবনাথ প্রধান অতিথি থেকে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,সাবান ও আলু ইত্যাদি। এসময় পরিষদের সাধারন সম্পাদক নিমু মন্ডল বলেন, করোনা ভাইরাসের কারনে এলাকার কর্মহীন হয়ে পড়া মুনুষের দুঃখ-কষ্ট যেন না থাকে সেই জন্য আমাদের এই আয়োজন। আমাদের পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অনন্ত শান্তারা মঙ্গল, নির্বাহী সদস্য সুসান্ত শাহা, মিঃ মতি মন্ডল, মহিত মন্ডল, মিন্টু মন্ডল, প্রকাশ মন্ডল, মুক্তিযোদ্ধা শুকলাল, প্রকাশ মন্ডল প্রমুখ।
একই সাথে ৪ বাচ্চা জন্ম দিলেন দামুড়হুদার কুতুবপুরে মারুফা খাতুন