হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
ঢাবি ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় প- হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পৃথক স্থানে জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশি বাধায় তা প- হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও পুলিশের হামলায় আমাদের বহু ভাই আহত ও এক ভাই নিহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তাতেও আমার ভাইয়েরা আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আপনারা দেখেছেন ছাত্রলীগ ক্যাডাররা প্রতিদিন কোনো না কোনো স্থানে অপকর্ম করছে। ছাত্রদলের নেতারা পূর্ব নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক অনুমতি নিয়ে উপাচার্য ও সাংবাদিক সমিতির সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে প্রশাসনিক ভবনে যাওয়ার সময় যে বর্বর ন্যাক্কারজনক হামলা চালায় তার তীব্র নিন্দা জ্ঞাপন করাসহ অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠিন বিচার দাবি করেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের কেদারগঞ্জ এলাকায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে পৌঁছুলে পুলিশি বাধায় পড়ে। পরে চুয়াডাঙ্গা আদর্শ হাইস্কুলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খাঁন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কায়েস আহমেদ, আরিফ আহাম্মেদ, রায়হান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক ইকরা, সমাজসেবা সম্পাদক আব্দুল লতিফ, আপ্যায়ন বিষায়ক সম্পাদক শুকুর আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিদ হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল বেলাল, রিয়াদ, খালেকুর রহমান বাঁধন। আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ, ছাত্রনেতা জাহিদ, সাগর, সবুজ, দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রানা, জেলা ছাত্রদল নেতা সাইদুর, হিরোক, কামাল, নাসিরুল, আলামিন, পারভেজ, শিহাব হোসেন, হাবিব, সজীব, রিয়াদ, রাজু, ইমন, আদর মোল্লা, শিখন হোসেন, রাসেল হোসেন, নাটুদাহ ইউনিয়ন ছাত্র নেতা পলাশ, শিশির, রাব্বি, কুড়–লগাছী ইউনিয়ন ছাত্রনেতা আলামিন, রকিব, আকাশ, মামুন, সাগর প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভি.জে স্কুল রোড হয়ে কোর্ট মোড়ের দিকে শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাধায় পড়ে। মিছিল শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম-সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাইমুজ্জামান মিশা, জমির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু শামা, রাশিদুল ইসলাম, সদস্য শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল।