সরোজগঞ্জ শাহাপুর মানবতার তরী স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন

 

সরোজগঞ্জ প্রতিনিধি: ‘মানবের কল্যাণে আমরা আমরা তোদের পাশে’ এরই আলোকে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ শাহাপুর মনবতার তরী স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বনির্ভর স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাপুর হাজি ওসমান রাবেয়া বহুমুখী মাদরাসা ও লিল্লাহ বোডিং এর সুপার মাও. মুদ্দাসছির হুসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের  পেশ ইমাম হাফেজ ঈমাম, গিরিসনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, আনিচুজ্জামান, আক্তার হোসেন, শাহা আলম, ফজলুর রহমান, আব্বাচ আলি, আজিবার রহমান, ঝড়ু জোয়ার্দ্দার, আনিচুর রহমান, আব্দুর সেলিম, বিল্লাল হোসেন, ওয়াজেদ আলি শফিকুল ইসলাম, কামাল হোসেন, জাহিদুল ইসলাম, সাহাবুল ইসলাম, আলমগীর হোসেন সালাম, কাছেদ আলি, রিয়াজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান। অনুষ্ঠান শেষে ৯সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্য যারা হলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহজাহান সাজু, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জনতা ইঞ্জিনিয়ারিং পরিচালক হাজি ওলি উল্লাহ, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন, এএসআই মোহাম্মদ আলি, ব্যবসায়ী জহুরুল ইসলাম, শাহাপুর হাজি ওসমান রাবেয়া বহুমুখী মাদরাসা ও লিল্লাহ বোডিং এর সুপার মাও. মুদ্দাসছির হুসাইন, শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ঈমাম হুসাইন, সাংবাদিক জিয়াউর রহমান। এছাড়া সভাপতি শফিকুল ইসলাম মাস্টার, সি. সহ সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাবুল হোসেন, ক্যাসিয়ার সোহেল রানা, সহ-ক্যাসিয়ার আলমগীর হোসেন সালাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কাছেদ আলি, সহ প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম শুভ, এছাড়া নির্বাহী সদস্য করা হয়েছে হৃদয় খান, আব্দুল মোমিন জোয়ার্দ্দার, আলমগীর হোসেন, রাজিব আহম্মেদ, আনিচুজ্জামন, শহিদুল ইসলাম, সালমান ফরাসি আকাশ, রতন আলি।   গ্রামের মানুষের সার্বিক সহযোগিতায় মানবতার তরী স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে অরাজনৈতিক, অলাভজনক, প্রতিষ্ঠান তার মাধ্যমে ফ্রি রক্তদান কর্মসূচি, অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, মাদকমুক্ত গ্রাম গড়া, বৃক্ষরোপণ, শিশুশ্রম বন্ধসহ বাল্যবিবাহ রোধ, দরিদ্র শিশুদের ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা নিশ্চিত করণ, বিভিন্ন উৎসবে দরিদ্রদের খাদ্য ও নতুন বস্ত্র বিতরণ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More